'মায়ের একফোটা দুধের ঋণ
শোধ হবে না কোনো দিন..'
মা গুরু, মা স্নেহময়ী মা মহীয়সী অতি
মায়ের কোলে জন্ম মোদের মা ছাড়া নেই গতি ।
মা বলতে বুক ভরে যায় মা পুণ্যময়ী অতি
মায়ের আদরে বড় হই মোরা ভুলি না তার স্মৃতি।
মায়ের যত আছে সহ্যগুণ তার নেই কোন তুলনা
মায়ের মনে কষ্ট নাহি রয় দিলেও তুমি যন্ত্রণা।
মাগো যে দিন যাবে চলে মা ডাকবো কাকে আর
স্নিগ্ধ স্নেহের পরশে বুক জুড়বে কে আমার।
সাতরাজার ধন তুচ্ছ অতি মায়ের অনেক মূল্য
মায়ের বুকে সুখের স্বর্গ হয় নাকো তাঁর তুল্য।
‘মা’ ডেকে তাই সুখ খুঁজে পাই আমার অবুঝ মনে
খুশীর ডানায় এ মন হারায় দূরের সবুজ বনে।
রংধনুর ওই রঙের ভিড়ে মনটা কেবল বলে
ধুত্তরী ছাই স্বর্গ কোথায়? মায়ের পদতলে।
স্নেহমাখা মায়ের আঁচল মিষ্টি মধুর গন্ধ
নিখাঁদ মায়ের ভালোবাসা নেইকো দ্বিধা-দ্বন্দ্ব।
মা যে আমার স্বর্গীয় সুখ ফুলের হাসি ঠোঁটে
মায়ের মধুর পরশ পেলে সুখের কলি ফোটে।
বাবার আমি মানিক-রতন মায়ের চোখের মণি
উজার করে দেয় দু’জনে ভালোবাসার খনি।
বাড়ির বাইরে চাকরি করি , তুমি থাকো বহুদূরে
শান্তিতে ঘুমাও না তুমি আমার 'হ্যালো' না শুনে।
বাবা আমায় আঁকড়ে ধরে আদর করত কত
তবু কেন বাবা মা হয় না ? হয় না তোমায় মত।
মা মানে তো সুখের সাগর ভালোবাসার ঢেউ
মায়ের মতো নেই দরদী এই দুনিয়ায় কেউ ।


©® অজয় কুমার দে