জীবনটা এই নাট্যমঞ্চে শুধু অভিনয় ছাড়া কিছু নয় ,
কাক ভোর  থেকে মধ্যে রজনী পর্যন্ত আমার আর আমার বলা তাও এটা জেনেই যে আমি কেবলই অভিনেতা ।
আসল সত্যি হলো .... 'আমি পথিক' জানি যেতে হবে, শুধু সম্মুখে তাই- পথচলা জীবনপথে একা একা,
এসেছি একা, পথ চলছি একা, নির্জন নিস্তব্ধ পথ ধরে আমি জীবনপথে 'নিঃসঙ্গ এক পথিক'।


'আমি পথিক' পাইনি এখনও নিজ গৃহদ্বারে প্রতীক্ষা করেনা কেউ- নিশি জেগে,
দুর্গম বন্ধুর জীবনপথে সম্মুখে চলেছি চলছি উদয় অস্ত চলছি- একা একা আমি।
কতোনা 'ভয় বাঁধা কষ্ট কান্না দুঃখ লালসা নেশা মোহ লোভ পাপ' বাঁধা দিচ্ছে প্রতি পদেপদে,
দেখেছি পথে 'অনেকে মত্ত নেশায়' তারা কি সব কষ্ট গুলো সমাধি দিয়েছে- পাঁজরের গভীরে?
আমি দেখেছি ভয় আমার ছায়া হয়ে পায়ে পায়ে পা মিলিয়ে চলছে খড়গ হাতে সুযোগ পেলেই করবে- ধর হতে মুণ্ডপাত।


পথের বাঁকে বাঁকে ওতপাতা 'মিছে মায়ারূপধারী মোহ' করছে ইশারা হেসে হেসে,
আমায় ছুঁয়ে দেখ মরুর বুকে পাবে ছায়াতরু এসো হে ক্লান্ত পথিক এসো শীতল ছায়াতলে ছুঁয়ে দেখ।
আমি ছুঁয়ে দেখিনি 'লালসা মোহ ছায়াতরু' বসিনি ছায়াতলে- ক্লান্তি যদি পেয়ে বসে,
পথ চলছি দিবানিশি দেখেছি অনেকেই 'রুপের হাটে কিনছে লালসা'- খাদ্যের বিনিময়ে,
আমি দেখেছি লোভ, লোভীকে ওরা পাপের মঞ্চে পুণ্যের দেহ সাজিয়ে রেখেছে- চাপা দিয়ে থরে থরে।


কতোনা কষ্ট পেয়েছি এ পথে যেতে যেতে কতবার কেঁদেছি চিৎকার করে, জানিনা আরও কত পথ বাকী'?
যেতে হবে গন্তব্যে সবাই ছুটছে জীবনপথে 'ভ্রাতা ভগ্নি বন্ধু স্বজন' সময় নেই কারও আমায় পথ চেনাবে ওরাও যে জীবনপথে পথিক।
ছুটছি সম্মুখে 'পুণ্য নেই কানাকড়ি' শুধু ভয় হয় বন্ধুর এ পথে 'কত লালসার সরবর'
মাদকতা ভরা অনেক নেশার নদী, আছে লোভের সাগর- পাড় হতে হবে এক এক করে।


যদি করে ফেলি ভুল, পড়ি কোন লালসার মোহে, আমি কি পারবো এ পথের শেষটা কোথায়- দেখতে দু'নয়ন ভরে,
আমি যে বড় ক্লান্ত, বড় একা, এ অচেনা জীবনপথে এক "নিঃসঙ্গ পথিক"।।
______________________________________________