ওরে মন, শোনো শোনো, চায়ের নেশা ছাড়ো,
সংকীর্তন পথে চললে, শান্তি তুমি পাবে আরো।
সকাল-সন্ধ্যা কাপ হাতে, সময় কাটে বৃথা,
পদাবলীতেই মন দাও, ঘুচবে মনের ব্যথা।
চা পান করে স্বাস্থ্যহানি, ঘুমেরও হয় বাঙ্গণ,
নেশার ঘোরে কাটে জীবন, না হয় প্রভুর ভজন।
চায়ের ধোঁয়ায় আচ্ছন্ন মন, হারায় পথের দিশা,
অন্তিমকালে জবাব দিতে, বাড়বে কেবল নিশা।
ভেবে ভেবে দেখলাম ভবে  নেশা সর্বনাশা।
প্রণবনন্দন কহে কেবল করহ শ্রী নামেই ভরসা।।