চৈত্র এর হুল ফোটা রোদ্রে বড়োয় ক্লান্তির রেস
স্বপ্নময় একাকার নিজের মধুময় সুখ
নির্ঘুম চোখের কার্নিশ ধরে নেমে আসে এক
পৃথিবী ভাঙা বৃষ্টি ...
ঘরের নীচে নদী দেখতে দেখতে....
উপুড় করা কষ্টরা ভালোবাসা পেলে ,
গন্ধরাজের মতো ফুটে উঠতে চায়


যদিও কেউ কেউ অনায়াসে  লিখে ফেলতে পারে  
জোনাকির গায়ে রক্তস্রাবের ইতিহাস
জোনাকিও বড় বেশি বোকা !


এখন রাতপাখিরা উড়ে গেলে
সকালের আলো গায়ে স্মৃতিরা জেগে ওঠে ,
অদ্ভুত তৈলচিত্রে !


জানি বাউল ছাড়া মনপাখিকে সুখ দেবে কে ?
সাঁঝবাতিটা ঝড়ের সময় নিভেই যেত
আবেগমাখা গোলাপ আঙুলে রূপকথা হয়ে গেল...!


ও বাউল ,
রূপকথার বুক ছুঁয়ে গান ধরো আজ গান ধরো......
সাঁঝের ঘাটেও গান ধরো.....


***************************