অসময়ে বন্যা হলো হিজল মাঠে
সবুজ ফসল পঁচে গোলে ভাসলো উঠে
ঋণ করে ফসল ফলালো
  
এবার হয়তো ভিটেও গেলো।


করুন চোখে তরুন দৃষ্টি
পরের জন্য করেন সৃষ্টি
নিজের জীবন যায় হেলাতে


পায়না খেতে দুই বেলাতে।


পোড়ায় দেহ রোদের তাপে
ক্ষুদার জ্বালায় অঙ্গ কাঁপে
শীতের রাতে ঠান্ডা কতো


যায় কাটিয়ে বিপদ যতো।


নিজের শত দুঃখ বেদন
হাসি মুখে করে বরন
কাটায় জীবন কৃষি খেলায়


হার মানেনা কোন বেলায়।


উদাস হৃদয় সপ্ন দেখে
কাটবে জীবন অনেক সুখে
ডাকবে সবায় সুখি চাষী


ধরবে ফসল রাশি রাশি।