প্রেমিক হয়েছি কি ? পেরেছি কি নিশ্চিত হতে শুনে , যাই যদি যাক ভুলে যাক।
স্বপ্নের ফেরিওয়ালা হয়ে মনের গলিতে অচেনা রাস্তায় শুধুই খায় ঘুরপাক।
আমি মরীচিকার রথে চরে মরুর বুকে
খুঁজি প্রেমের অর্থ ।
ইচ্ছেরা পেন্ডুলামের মতো তৃষ্ণার্ত বালিয়াড়ির মাঝে
এপাশ ওপাশ করে ক্লান্ত ।
দু'দন্ড স্বস্তি চাইলেও মাধ্যাকর্ষণ শক্তির
মতো  কল্পশক্তির টানে চলতে হয় বাধ্য ।
আমার বুকের উষ্ণতায় জন্ম নেওয়া স্বপ্নরা আজ
কোকিল ছানার মতো হয়েছে স্বনির্ভর।
সরলতার সুযোগে উড়ে গেছে মায়ার বাঁধন ছিড়ে ।
ব্যর্থতার চাপে আশার পরিধি
বৃদ্ধাশ্রমে থাকা মা-বাবার মৃত্যু সজ্জায়
সন্তানের হাতে দুফোটা জল পাবার ভরসার মতো
বিন্দুতে গেছে মিলিয়ে ।
নোনাজলে প্রতিফলিত হৃদয় ভাঙার শব্দে
জেগে ওঠা শুকতারার আলোতে খুঁজে পাইনি
ভালোবাসার লেশ ।
তাইতো বেদনার ভেলায় চরে
পার হতে চাই তিমির নদী ।
যামীনির তটে ঊষার কাছে জানতে চাইব ,
নাঙ্গেলির চিতার আগুনে পুড়ে যাওয়া মূলাক্করম
সত্যি কি বলে যায়নি
ভালোবাসা কাকে বলে?
আমার হৃদয় কি খসে পড়া তারার মতো
ভাবনার মহাকাশে প্রেমানলে পুড়ে হবে ছাই।
ক্ষণিকের জন্যও পাবে না প্রেমের কোমল স্পর্শ!