গ্রীষ্মকে চোখ রাঙালেই যদি
থামত দহনবেলা,
মানুষ নীরবে সহ্য করত
ব্যভিচার, অবহেলা...?
কবির কলমও থেমে যেত,আর
সূর্য দিত না আলো...
শুনেছি, পাগলও বোঝে নাকি তার
নিজের মন্দ, ভাল!


তোমরা বোঝ না? কেন খুঁজে মরো
শুধু মানুষের দোষ?
কবির কলম আটকে ভাবছ
আটকাবে জনরোষ?
ব্যভিচারীদের কামনায় পোড়ে
নারী, আট থেকে আশি...
তাদের  যদি না আটকাতে পার,
কবিদেরই দাও ফাঁসি!