অগ্নিঝরা সূর্যকিরণে পুড়ে কপাল,
ঘামে ভেজা আঁচল-শাড়ি
রান্নাঘরে ঝমঝমিয়ে গরম ঢেউ,
মা, তবু তোমার মুখে হাসির ঝল।


দুধে ভাত মিশিয়ে খাইয়েছো যখন,
কোমল হাতে গান শুনিয়ে,
সব চিন্তা ঢেকে রেখেছো চোখের তলে,
আমার ঘুমের দোলা ঝুঁলিয়ে।


পড়ার টেবিলে রুম লাইট জ্বালিয়ে,
রাত ভোরে তুমি জেগে থাকো,
আমার স্বপ্নের পাল তুলে দিয়েছো,
নিজের কষ্ট আর সুখকে ভুলে রাখো।


কেঁদে ফেলি যখন দুঃখের দিনে,
বুকে তুলে শান্তনা দিয়েছো,
জগতের শত্রু হটিয়ে দূরে,
দেবতার মতো আশীর্বাদ করেছো।


মা, তুমিই আমার প্রথম কবিতা,
প্রথম গান, প্রথম প্রার্থনা
চোখে তোমার যে ভালোবাসা,
জগতের সবথেকে মহান ধন।


তোমার হাতের ছোঁয়া গরম সূর্য,
কোমল কণ্ঠে ঝরে ঝর্ণাধার,
মা, তুমিই আমার সবকিছু,
নিঃশ্বাসে তোমার নাম আমার।


এই কবিতা মাতৃভক্তির সুর,
তোমার চরণে উৎসর্গ করি,
কোটি ধন্যবাদ মা, তুমি আছো বলে,
আমার জীবন সার্থক হয়েছে।