চলো একটি সুরের দুনিয়ায়,
মন ভরে আনন্দের সুখে ভরা যায়।
পাখির গানে মিলে মনের শান্তি,
বনে বনে প্রেমের প্রতিচ্ছবি।


সূর্য উঠে আসে সকালের আলো,
প্রাণের মধুর স্বরে মিলে মন ভালো।
বসন্তের আবরণে ফুলের রমণ,
সুরের মধুর তুমি, আমি রঙিন।


চলো সঙ্গে করি সুরের উৎসব,
বন্ধুত্বের মাধুর্যে মন ভরা হব।
বাজবে সুরের তালে মন উড়ান,
আনন্দের মেলায় সবাই মিলে গান।


চলো সুরের দুনিয়ায় মন ভরি,
বনে বনে প্রেমের সুন্দর চিত্রি।
পাখির গানে মিলে মনের আনন্দ,
সুরের মাধুর্যে মন ভরা যায়।


সুরের আনন্দে,
চলো এক বার রঙে যাই।
সুন্দর পৃথিবীর ক্যানভাসে,
দেখবো সবাই খুশি, সবাই আনন্দে।