চারিদিকে সাগরের বিশাল জলরাশি
জড়িয়ে আছে নরম বালুর অদ্ভুত স্পর্শে
যেন ডাকছে আমায় ঐ নীল প্রান্তরে।
যেদিকেই তাকাইনা কেন
আঁধারের পূর্ণতা আমায় গ্রাস করছে।
আঁধারের রঙে আজ আমি বন্দী।
এতো আধার থাকা সত্ত্বেও সবকিছু দৃশ্যমান
যেন কালোর প্রকোপ স্পর্শ করেনি তাকে।
সমুদ্রের নীল যেন আজ আকাশের সাথে
একাত্মতা ঘোষণা করেছে,
তাইতো তার নীল আবীর হারায় নি এতোটুকু,
নীল গাঢ় থেকে আরও গাঢ় হয়ে
ধরে রেখেছে ঐ আকাশটাকে।
আজ নীলের অবিরামের কাছে
হেরে গেছে আঁধারের স্বকীয়তা।
আজ আমি নির্দ্বিধায় বলতে পারি
আঁধারের রঙ নীল।
সেই নীল আবির্ভাবে
আমি হারিয়ে গেছি এক নীল রাজত্বে
এক নীল কবি হয়ে।
আমাকে আর ফিরিয়ে নিয়ো না তোমাদের
সেই ঘনীভূত কালো অন্ধকারে