প্রেমিক তবু, কভু
প্রেমের দেখা নাই।
প্রেমের খোঁজে প্রেমিক
জগৎ জুড়ে বেড়ায়।
নিঃসঙ্গ জীবনটায়, এ'মন
সঙ্গ পেতে চায়।
কোন অজানা দুনিয়ায়
প্রেমিক মন হারায়।
বাঁধে প্রেমের ঘর
বুনে বিরাট শহর।
শহরে প্রেমের উল্লাস
এ'মনে দুঃখ বিলাস।