মহাকালের মই বেয়ে
              নেবে আসা স্তব্ধতাকে
যুগান্তরের গুপ্ত কুঠুরিতে বসে
               কান পেতে শুনছি।


জগতের সব কোলাহল ভেঙ্গে
চুপি চুপি বেড়ে উঠা নিঃশব্দ ফাঙ্গাস
আমাকে বধির করে দেয়।
তাই, মন দিয়ে শুনছি।


চৈতালি দুপুরে, প্রখর উত্তাপ
              ক্লান্ত শব্দকে শুষে নেয় জোঁকের মত
অসূর্যম্পশ্যা নিঃশব্দ ফাঙ্গাস হয়ে ওঠে
               তরতাজা কালচে সবুজ।


শুনছি নিঃশব্দ দুপুর।