তোমরা আমাকে মন্দ বলবে, বলো;
আমার সমালোচনা করবে, করো;
আমাকে নিন্দা করবে, করো;
আমাকে ঘৃণা করবো, করো;
আমাকে নিয়ে ট্রল করবে, করো;
আমাকে নিয়ে টিটকারি করবে,করো;
এর জন্য তোমরা মনে মনে কিছু
সুখ অনুভব করবে, করো।
তোমরা তো আমার সুখের দিনে
সুখী হবে না,
আমার সুখ দেখে ঈর্ষান্বিত হবে।
মনে মনে ভাববে, এটা কেমন করে হলো!
আমিও তো চেষ্টা কম করিনি।
আমার একান্ত দুঃখের দিনে
কজনকেই বা কাছে পেয়েছিলাম,
কজনেইবা আমার দুঃখ দেখে সুখের পথ দেখিয়েছেন!
হাত বাড়িয়ে দিয়েছে টেনে তুলতে।
নেহাৎ বেশি না।
তবুও আমি সারাক্ষণ বেঁচে থাকি,
শংকা নিয়ে পথ চলি।
আমার সমাজ, আমার লোকাচার
আমাকে নিয়ে কি ভাবছেন?
আমাকে নিয়ে কি ভাববেন?