আমার কথা  


আমার কথা আমার ভেতর থেকে আসে
আবার কিছু কথা ভেতরেই থেকে যায়,
কেউ কেউ কিছু বোঝে
কেউ কিছুই বোঝে না,
কেউ না বোঝার ভান করে
কেউ বুঝতে চায় না ;
কেউ তাল মিলিয়ে যায়।
তার পরেও
আমার কিছু কথা আসে,
আমাকে বোঝায়
সান্ত্বনা দিয়ে যায়,
দুঃখ ভুলে সুখ-পরিতৃপ্তির পসরা সাজায়।
আমার কথা
আমাকে ভাবায়
আমাকে কাঁদায়
আমাকে হাসায়।
আমি আমার কথায় বাঁচি
স্বপ্ন দেখি অহনিশি
আমি আমার কথা নিয়েই থাকি।
আমি আমার ভাষায়
জীবন  সাজিয়ে রাখি।