আমার পৃথিবীতে আমি
আমার মতো করে বড়ো হচ্ছি
আমার মতো করে সাজিয়ে নিচ্ছি
পাহাড়, মরুভূমি, সমতল জলাভূমিকে।
পৃথিবীর প্রতি ভূখণ্ডে
আমার অধিকার আছে-
আমি মানব শিশু,
আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি ;
প্রতিটি ধূলিকণায়
আমার পদরেণু আছে
আমি কাদা মাটি জলে বেড়ে ওঠা
মানব শিশু।
এই পৃথিবীতে আমার অধিকার সবচেয়ে বেশি
সকল প্রাণী আমাকে সম্মান করে
ভয় করে
আমার জন্য নিজেকে উৎসর্গ করে।
এই পৃথিবীর সবকিছুর মধ্যেই
আমার একাধিপত্য আছে।
কারণ আমি মানুষ!
আমি উন্নত মস্তিষ্কের এক প্রাণী।
দেশ কাল পাত্র যাইহোক,
আমি মানুষ
এই পৃথিবী আমার।