খুব ভোরে ঘুম থেকে উঠে
চোখ দুটি খুলে চেয়ে দেখি একরাশ পূবের আলো
এই সকালটা যেন একান্তই আমার।
রাত থেকে এই পর্যন্ত সময় টা আমার জন্য
অপেক্ষা করেছিল।
সারাদিন কর্মব্যস্ত জীবনের জয়গান
প্রকৃতির কোলাহল,
দিনের অবসন্ন বিকেলের
ক্লান্ত শ্রান্ত জীবনের যবনিকা টেনে
আমি এক বিষন্ন সন্ধ্যায় দাঁড়িয়ে
শুধু মনে মনে বলি -
সকালটা আমার সন্ধ্যাও আমার ।