সবই আমার
বাড়ি, বাগান,ফসলের মাঠ
পুকুর, দীঘি,  উঠোন
তৈজসপত্র, আসবাবপত্র।


মা-বাবা, ভাই-বোন,আত্মীয় স্বজন
পাড়াপড়শি, বন্ধু-বান্ধব
সবই আমার।


জন্মে এরা কেউ ছিলোনা আমার
মৃত্যুতেও কেউ থাকবেনা
তাই এরা কেউ আমার নয়।
আমি শুধুই একা
আমিও আমার নয়।