সুখের জন্য কেন তোরা দুঃখ করিস
দুঃখে যাদের জীবন গড়া
তারা কেন সুখের সপ্ন দেখিস!


১২
নুন গলে জলে,
মন গলে ছলে
নয়তো ভুলে।
১৩


সুখের আরেক নাম আপেক্ষিকতা,
যার স্থায়ীত্ব অতি কম
সময়ের জন্য
কিন্তু অপেক্ষা দীর্ঘ।


১৪


বানের জলে পা ভিজালো
হাত ভিজালো বৃষ্টি,
ভিজে ভিজে মনের মাঝে
এক অনাবিল সুখ সৃষ্টি।


১৫
প্রতিটি মানুষ সব সময়
আত্ম সুখ ও আত্মতৃপ্তি
নিয়ে ব্যস্ত থাকে।