কত কর্ম ব্যাস্ততা
একটু ফুসরত নেই
কারও সাথে দাঁড়িয়ে
কিছু বলার সময় নেই
শুধুই ব্যস্ততা।
অর্থ, সম্মান আর আয়েশী জীবন কাটাতে
সারাক্ষণ চিন্তার জালে আবদ্ধ।
সময়মত অফিসে না পৌঁছালে
কর্মকর্তার ঝাঁঝাল কথা
সহকর্মীর কটুক্তি
কখনও বা লাল দাগ পড়ে স্বাক্ষরের স্থানে।
আজ আমাকে নিষিদ্ধ করা হচ্ছে
সকল কাজের,
অকারনে মানুষের সংস্পর্শে না যাওয়া
করমর্দন, কোলাকুলি
এমনকি নিজের নাক, চোখ ও মুখ
ধরতেও অনেক বিধিনিষেধ আছে।
আজ অনেক আতঙ্ক
কখন জানি আক্রান্ত হয়ে পড়ি
জীবনের এই সংকটময় মুহূর্তে
সবারই বাঁচার প্রশ্নে
চলছে যত জল্পনা কল্পনা।
মহামারি এক আতঙ্কের নাম "করনা"।