কি দুর্লভ জনম নিয়ে পৃথিবীতে আসলাম!
হয়তো এমন জনম আর হবে না।
বিবেক-বুদ্ধি, অন্তর্দৃষ্টি-বাহিরদৃষ্টি
সকল প্রাণীকূল থেকে আলাদা,
তবুও মাঝে মাঝে কেউ আমাকে বোঝে,
কেউ ভুল বোঝে।
কি রহস্যের বেড়াজালে বন্দী আমি
সারাজীবন সারাক্ষণের জন্য।
মায়া জালের ভেতর আটকে আছি ;
এখানে অনেক অনেক কিছু আছে
কিন্তু আমার কতটুকু বা কি আছে?
কিছু নেই, কেউ নেই।
শুধু শুধু মিছেমিছি করি হইচই।
আমার মন বোঝে না কেউ
ভেতরের কথা
ভেতরে ভেতরে চুপটি মেরে রই।
আমি জ্বলে যাই
মন পুড়ে পুড়ে খাক হয়ে যায়
তাতে কার কিবা আসে যায়।
আমি কে!
কি বা কে আমার!
একটু হিসাব রাখছি কি তার!