কখন যে কার সাথে বন্ধুত্ব হয়ে যায়
ভাবা যায় না।
আসলে জীবন একটা অনবদ্য ফ্রেমে বন্দী এ্যালবাম।
যেখানে বন্ধুত্ব হয় -
বহু সময়ের সাথে
বহু জনের সাথে
বহু স্থানের সাথে
বহু বিষয়ের সাথে
সহযোগিতা, সহমর্মিতা অনুভব হয়;
ভালোবাসা আরও দৃঢ় হয়।
বেঁচে থাকার ইচ্ছে প্রবল হয়,
মনে আত্মবিশ্বাস জোগায়
অতীতের কষ্ট, স্মৃতি হৃদয় থেকে মুছে যায়।
অতৃপ্ত হাহাকার হৃদয় ভালোবাসার পূর্ণতায় ভরে যায়।
পাওয়া না-পাওয়ার সমীকরণের সমাধান হয়।
আসল সুখের নির্যাশটুক কে পেয়েছে?
কেমন করে পেল?
পেয়েই বা কতটা সুখী হয়েছে।
তার অনুভবে প্রসন্ন মন সদা উৎফুল্ল থাকে
সেই তো বন্ধু আর তার ঘনিষ্টতাই  বন্ধুত্ব।