মনের পাড় ভেঙেছে ভাঙ্গুক
ভাঙতে ভাঙতে যখন অথৈজলে ডুবে
কোন কিনার থাকবে না!
সব একাকার হয়ে যাবে,
তখন আমিও ডুব-সাঁতার খেলায় মেতে থাকবো।
ভুলে যাবো পুরাতন সকল সুখ-দুঃখের দিনযাপন,
হেসে হেসে কুটি কুটি হবো জলকেলিতে;
একাকী মেতে থাকবো সকাল-দুপুর।
কেউ আমার সাথে থাকুক আর না থাকুক
জল আমার সাথে থাকবেই
যে কিনা সকল অপেয়, অপবিত্রা নিয়েও সকলকে সূচী, শুভ্র, নির্মল, নিষ্পাপ রাখতে পারে।
আমি জলের সাথে মিশে মিশে যেতে চাই।
যার ভাঙা গড়ায় কষ্ট নেই
জোয়ার ভাটায় কষ্ট নেই
গভীর অগভীরতায় কষ্ট নেই
আঁকা-বাঁকায় কষ্ট নেই ।
সেই নদীর মতো,
নদীর জলের মতো
সুখ-দুঃখের তলানি নিয়ে
আমি গড়িয়ে গড়িয়ে চলতে চাই।