দেশমাতৃকার ভালোবাসার অজেয় সন্তান


আঘাতে আঘাতে
শরীরটা ক্ষত বিক্ষত
মনটা ছিন্ন ভিন্ন।
স্বাধীনতা ঘোষণার
নয় মাস পার হলো
ধ্বংস, মৃত্যু আর আহাজারিতে।
এখন শুধুই
বিজয়ের অপেক্ষা,
আমরা স্বাধীনতা প্রিয়
মুক্ত চাই, বিজয় চাই;
আর শৃঙ্খলে
আবদ্ধ থাকতে চাই না।
এত ধ্বংস যজ্ঞের পরেও
আমাদের যা আছে
তাই নিয়েই ভালো
থাকতে চাই।
না না না তা হতেই পারে না।
ওদের মেধা-মননের মৃত্যু
ঘটাতেই হবে-
এই ধারণায় হায়নারা
বুদ্ধিজীবিদের ধরে নিল
কেড়ে নিল আমাদের বিবেক;
জ্ঞান, প্রজ্ঞা, দেশমাতৃকার ভালোবাসার
অজেয় সন্তান
বাংলার বুদ্ধিজীবি সন্তানদের।