ঋণ


অজয় কৃষ্ণ গোমস্তা
সকাল ৭: ৩০
১১/০৭/২০২১


আমি তো জন্মেই ঋণী
বাবার কাছে পিতৃত্বের ঋণ
মায়ের কাছে মাতৃত্বের ঋণ
শিক্ষকের কাছে শিক্ষার ঋণ
ভাইয়ের কাছে ভাতৃত্বের ঋণ
বোনের কাছে ভগ্নীর ঋণ
পরিবারের কাছে পারিবারিক ঋণ
প্রতিবেশীর কাছে সামাজিক ঋণ
দেশের কাছে রাস্ট্রীয় ঋণ
প্রকৃতির কাছে পার্থিব ঋণ।
আমৃত্যু আমাকে এই  ঋণের বোঝা
বইয়ে বেড়াতে হবে।
আমি কখনও এই ঋণ থেকে মুক্ত হতে পারবো না,
আমার শরীরটা যখন মাটির সাথে মিশে যাবে তখনও আমি মাটির কাছে ঋণী থাকব।
কারণ পৃথিবীতে আসার সময় আমার হাত দুটো শূন্য ছিলো।
শুধু রক্ত মাংসে গড়া একটা শরীর
যা নিয়ে আজ আমি অহংকার করি
আসলে সেই খর্বকায় শরীরটা আজ অবধি পৌঁছাতে আমি যে কতো জনের কাছে
কতোভাবে ঋণী হয়ে গেছি
তা নিজেই জানি না।
সব ঋণ তো আমি কোন দিন শোধ দিতে পারবো না।
শুধু মিথ্যা বড়াই করে দিনযাপন করে যাচ্ছি মাত্র।
যেখানে আমিই আমার না
সেখানে সবই আমার ভাবি।
আমি কি কখনও ভাবি!
আমি কেমন করে পৃথিবীতে আসলাম
কেমন করে বড়ো হলাম
কেমন করে বেঁচে থাকি
শুধু মিথ্যা মায়াজালে আবদ্ধ থেকে
ঋণ নিতে নিতে আমি সময় পার করে যাচ্ছি বহুদিন ধরে।
আমার এ ঋণ শোধ একজীবনে শোধরাবার নয়,
জন্ম-জন্মান্তরে আমার এ ঋণের দায়ভার আমারই।