আজ সমাজের বেহালদশা,
নেতা হবার মহান নেশা।
যোগ্য কিবা অযোগ্য বালাই তাহার নাই,
নেতা হতে সিদ্ধহস্ত চেয়ার আমার চাই।
মানান কিংবা বেমানান বসতে হবে সামনে,
যে যা বলে বলুক পিছে আমি কিছুই মানিনে।
মান কি আমার কম আছে,
গায়ের জোড়ও ঢের;
গাঁয় না মানলে কি আসে-যায়
মামা, টাকা আছে ঢের।
আজ সমাজের করুণ দশা
দেখার কেহ নাই,
দেখার জন্য আছেন যারা
তারা নেতার ভাই।
ভাইয়ে ভাইয়ে হাত মিলিয়ে
চলছে দিবারাত্রি,
সদর কিংবা অন্দরের
এরাই কেবল যাত্রী।
আজ সমাজের মাথা তারা,
কোটি টাকার মালিক যারা।
টাকার গন্ধে সব ঢেকে যায়
অসত্য আর অন্যায়।
ন্যায়ের পথে হাঁটতে নারাজ
মিথ্যা, ধোকায় তারাই জাহাজ।
লোক সমাজে তারাই আজ
মানী গুণী গন্য,
ক্ষমতা আর টাকার কাছে
বাকীরা সব পণ্য।
এমনি ভাবেই সমাজটা আজ
হচ্ছে কুলষিত
অনিরাপদ, ভেজালে আজ
জীবন বড় সংকিত।