সময়ের বাঁকে
জীবন চলে এঁকেবেঁকে
কখনো মসৃণ
কখনো বন্ধুর পথে
জীবন চলে গতিময়তার সাথে।
কি পেয়েছে!
কি পাবে!
কখনো ভাবে,
আবার কখনো কিছুই ভাবে না;
জীবন চলার প্রয়োজন ছুটে চলে অবিরত
দুর্গম কণ্টকাকীর্ণ পৃথিবীর পথে পথে।
কখনো ভুল নিশানায় খোঁজে গন্তব্য
কখনো অজানা গন্তব্যে
খুঁজে পায় অমৃতের সন্ধান।
জীবন শুধু ছুটে চলে
বয়ে চলে
সময়ের বাঁকে বাঁকে।