ভালোর সাথে মন্দের
সুখের সাথে দুঃখের
একটা যোগসূত্র রয়েছে
তা আমরা সবাই জানি,
কিন্তু এই সত্য আমরা অনেকেই মানছি না।
আমরা কেবল নিজের ভালো আর
নিজের সুখের জন্য ব্যস্ত থাকি সারাক্ষণ।
কি পেলাম সেটা বড়ো কথা নয়,
কি পাইনি কি হারালাম সেটাই মুখ্য,
আজকাল মুখ্য ও গৌণতার যে ভেদাভেদ
তা আমাদের বোধগম্যতার বাইরে চলে গেছে;
চাওয়া আর পাওয়াটাই যেন মূখ্য,
দেওয়াটা গৌণ হয়ে গেছে।
সার্থান্বেসী মানুষের মাঝে
থাকতে থাকতে সবাই সার্থের চাকায়
ঘুরছি তো ঘুরছি
কোন ফুসরত নেই
কেবল মোহাবিষ্ট হয়ে দাসত্বের শৃঙ্খল পরে আছি
ভালোর সাথে মন্দের
সুখের সাথে দুঃখের
একটা যোগসূত্র রয়েছে।