খসে যাওয়া দিনগুলো


জীবন থেকে খসে যাওয়া দিনগুলো
আর ফিরে আসবেনা।
সেই হাসি আনন্দময় মূহুর্তগুলো
সময়ের হাতছানিতে
স্মৃতি হয়ে বেঁচে রবে
মনের একান্ত কোনটায়।
ওগুলো যেন অফুরান অন্ধকারে
আটকা পড়েছে,
আর ফিরে আসবে না।
শত কান্নায়, শত ভালোবাসায়ও যেন
আর ফিরে আসবে না।
জীবনের বেধে দেয়া সময় থেকে
পলে পলে হারিয়ে যাচ্ছে
আমার পথচলা, আমার অভিব্যক্তি।
সুখে কিংবা দুঃখে কাটাচ্ছি সময়
পাওয়া কিংবা না পাওয়ার দোলাচলে।
তবু মন বোঝেনা
কেন আমি এত হাহাকার করি
এ পৃথিবীতে আমার কি এমন অস্তিত্ব আছে।
যার জন্য আমি আবার স্বপ্ন দেখি
ঘুরে দাঁড়াই নতুনত্বের জন্য।
শুধু মায়া, টিকে থাকার কি অদম্য প্রয়াস!
যার জন্য এত কিছু
সেই কতটুকিইবা
আমার অন্তরালে স্মৃতিচারণ করবে?
জীবনের বেধে দেওয়া সময় থেকে
দিনগুলো খসে যাচ্ছে আর ভাবছি
কি পেলাম, কি হারালাম।
কি দিয়েছি, কি নিয়েছি;
কিছুই না।
আমার আমিত্ব ছাড়া আর কিছুই নেই।