আমি তোমাকে ভালোবেছিলাম ঝর্ণা ধারার মতো
তীব্র টানে যেমন ছুটে চলে সমুদ্রের পানে
আমিও বাধাহীন,
কন্টকহীন অগোচরে তোমার অভিসারে ছুটে চলেছিলাম
তোমার বাহুডোরে বাধাহীন অধিকার আদায়ে
তুমিও নিবিড় চিত্তে আঁকড়ে ধরেছিলে উষ্ণতায়,
অনুভবে অনুভবে একাকার হয়েছিলাম অনেকটা সময়।
প্রগাঢ় বিশ্বাসের মেলবন্ধনে বেঁধেছিল দুটি অপেক্ষামান হৃদয়।
ভালোবাসার পূর্ণতায় ডুবেছিলাম দু'জন দুুজনায়।
হঠাৎ কালোঝড় এস বিচ্ছিন্ন করে দিল দুটি মন
সময়ের গতি রেখায় মনের পার ভেঙে চুরমার হয়ে ভেঙে গেছে ভালোবাসার বসতি,
সকল অভিলাষ, অভিপ্রায়।
দিন কেটে যায় বেলা অবেলায়
সেইসব কথা ভেবে ভেবে
কেন ভালোবেসেছিলাম?
কেন হারালাম?
কি পেলাম?
কি দিলাম?