মা যে আমার দুঃখের সাথি
সুখের দিনে সজল আঁখি।
ভালোয় বেলায় মৃদু হাসি
মন্দ হলে অশ্রুরাশি।
মা আমার মা
এক অক্ষরে একটি নাম
কোথাও পাবে না।
দুঃখ পেয়েও সুখ যে দেখায়
সেই আমার মা।
মা ডাকে যে সুখ খুঁজে পাই
অনেক কষ্টে প্রাণ যে জুড়াই।
মায়ের আশীষ মাথায় নিয়ে
সকল দুঃখ বেড়াই বয়ে।
দুঃখ ভুলে সুখে ভাসি
মায়ের স্নেহ পেলে।
মা আমার মা
কি দিয়েছি কি পেয়েছে
হিসেব করে না।
কি দেয়নি কি পাইনি
ভুলতে পারেনা।
দুঃখ সুখের ভেলায় ভেসে
আমায় নিয়ে হেসে হেসে
সুখ খুঁজে পায় অবশেষে।
মা আমার মা।