আমি তোমাকে একটি মাটির পুতুল এনে দেব
যে শুধুই চেয়ে থাকবে আর হাসবে
সারাক্ষণ শুধু সেজেগুজে দাঁড়িয়ে থাকবে
রাগও করবেনা, অভিমানও করবে না
ভালো মন্দ কিছুই চাইবে না।
এমন কি কিছু বললে মাথা নেড়ে
হ্যাঁ বা না তাও বলবে না।
কত রঙে রঙিন সে জানো!
মাথার চুল, ভ্রু, চোখের মনি কালো
ঠোঁটের রঙ লাল
বাকি টা কাচা হলদে।
শাড়ি পড়েছে গাড় সবুজের , পাড় টা লাল
ব্লাউজ পড়েছে হালকা মেরুন।
এমন সাজের একটা পুতুল কে না চায়!
যে তোমাকে কষ্টও দিবেনা
মনে ব্যথার দাগও ফেলবে না
যে শুধুই হাসবে আর তোমাকে হাসাবে
তুমি যা যা বলবে সব শুনবে
ভালোমন্দ কিছুই বলবে না, তাও ভালো।
আমি তোমাকে এমন একটি
মাটির পুতুল এনে দিব।