২/৫/২০২০


মায়ার বাঁধনে আটকে গেছি।
স্বজন, প্রতিবেশী, বন্ধু,
সমাজ, ধর্ম, বর্ণ,
প্রজন্মের  হাতে;
জন্ম নেয়া প্রকৃতির বুকে
মায়ার বাঁধনে আটকে আছি।
মায়া আর ছায়া একই রকমের,
দূরে গেলে মায়া কেটে যায়
অন্ধকারে ছায়া কেটে যায়।
এদের বাঁধন কাটা ভারী কষ্টের।
আলো পেলেই ছায়া পাশে থাকে
আর মনটা নরম পেলেই মায়া কাছে ডাকে।
শরীরের অবর্তমানে ছায়া
অনেক কিছু বলে দেয়, শিখায়
ভুলে যাওয়াকে মনে করিয়ে দেয়
নতুনের পথ দেখায়।
মায়া স্বপ্নের জাল বোনে প্রতিনিয়ত
মৃত্যুর সাথে লড়াই করে বাঁচতে শেখায়।
এই জগৎ সংসার শুধু
মায়া আর ছায়ারই খেলা।