শ্রাবণ এর এক দুপুরে
এক আকাশ মেঘ ভেসে যাচ্ছিল।
আমি তার চলে যাওয়া দেখে
অবাক হয়ে গিয়েছিলাম।
একটু ইশারা দিয়ে
আমার উঠোনে দাঁড়াতে বললাম,
ওমনি এক পসলা বৃষ্টি এসে
আমার উঠোন, বাড়ি ;
সব ভিজিয়ে দিলো।
কি অঝোর বারিধারা!
মনে হয় মেঘ আমার নিমন্ত্রণে
খুব কষ্ট পেয়েছিল।
কষ্টই বা পাবে কেন!
আমি তো তেমন কিছু বলিনি
হয়তো বসার পিড়ি টা দিতে
একটু বেশি দেরি হয়েছিল।
তার জন্য এমন ভাবে কাঁদলে
মনে হয় খুব অভিমান করেছিল
আমার সাথে।