জীবনটা কিছু নয়
বেধে দেয়া সময়ের যোগফল মাত্র।
প্রসূতি থেকে মৃত্যু পর্যন্ত
শুধু টিকে থাকার লড়াই।
একের পর এক চাওয়া,
কি এক দুর্দান্ত মোহাচ্ছন্নতায়
মেতে থাকে সবাই!
সুস্থ শরীর
সামাজিক মর্যাদা
সুখি পরিবার
পরিবারের জন্য ঢের বিত্ত বৈভব।
কি এক মায়াময় জীবন!
সময়ের পর সময়
মোহচক্রে ঘুরে বেড়াই।
মিথ্যে মরীচিকার পিছু হেঁটে
আনন্দিত হই।
নীলাভ আকাশের নীচে
ধূলি ধূসরের ঘোলার মাঝে
দম নিতে নিতে
মোহাবিষ্ট পথিকের বেশে
ঘুরে বেড়াই পৃথিবীর মানচিত্রে।
মনে ভাবি!
কত কি আছে আমার?
কত কিছু নাই।
আরও যে চাই!
আরও অনেক- সবকিছু
দু'চোখে যা দেখি।
কিন্তু বুঝিনা!
এই মোহ
আমাকে নিয়ে যাবে কত দূর-
আরও দেবে কত কি!