(২০২৩ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থদের বিদায় (উপলক্ষ্যে )      


এতোদিন তোমাদের বেসেছি ভালো
রেখেছি চোখে চোখে,
ভালো কি মন্দে করেছি শাসন
জেনে, বুঝে ও দেখে।
শুধু ভালো হবে জেনে
বলেছি যা কিছু ,
মেনে নাওনি সব কখনোবা নিয়েছ
তার কিছু কিছু।
হয়তো ভুল ভেবে খেলা ছলে
করেছো পার জীবনের আশৈশব।
সময়ের হাত ধরে কেটে যায় বেলা
মনে রেখো তবুও ফেলে আসা শৈশব
যেখানে যাও যেভাবে যাও ভালোথেকো
প্রথম বেলার স্মৃতিটুকো করিয়ো ধারণ,
আমরাও ছিলাম একদিন
তোমাদের কাছের তোমাদেরই আপনজন।
ভুলে যেওনা শৈশব স্মৃতি
হাঁটতে না পারা
কথা বলতে না পারার
সেইসব দিনরাতি।
মনে রেখো
সুখে কিবা দুঃখে
হাসি কিবা কান্নায়
আমাদের নিসার্থ ভালোবাসা
অন্তরে বাহির গেথে রেখো
জীবনে পথচলার একান্ত প্রেরণা
মনে রেখো জীবনের প্রথম সকাল
হোক না সে কম আলো!
তবু লাগে কতো ভালো
নেই তীব্র তাপ চোখ ঝলকানি
শুধু মৃদু আলোয় জড়িয়ে
ভালোবাসার আঁচলে ঢেকে
সযতনে আগলে রেখেছি তোমাদের
মনে রেখো সেইসব দিন আমাদের।