তোমার কিছু সত্তা জুড়ে
আমি অক্টোপাসের মতো
লেগে ছিলাম,
এখনো আছি,
আরও থাকবো।
তুমি যতোই মুছতে বা ভুলে থাকতে চাও
তোমার নৈতিক ধর্ম, নৈতিক শিক্ষা
কিছুতেই ভুলতে দিবে না।
আমার যতটুকু নিয়ে তোমার
অহংকার ছিলো
সব ধুয়ে মুছে ভুলে গেলেও
সেইটুকুর তুলনা
আমৃত্যু থেকে যাবে তোমার মনের কোনায়।
সুখ- দুঃখ, হাসি-কান্নায়
যতটুকু অংশীদার হতে পেরেছিলাম
সেই অনুভূতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর
হলেও থেকে যাবে আজীবন অন্তস্তলে।
দেনাপাওনা না চুকলেও
অন্ত করন বারবার সায় দিবে।
জানি আমি তোমার কাছে অনেক ঋণী
এক জনমে শোধবার নয়
তবুও তোমার ভাবনা জুড়ে
আমি কেবলই তোমার কাছে
এক টুকরো সময়ের বাঁকে
একখানা প্রতিচ্ছবি হয়ে রয়ে যাবো
তোমার মনের ভাঁজে ভাঁজে।