"ওই কথাগুলো "


হয়তো সেদিন ওই কথাগুলো না বললে,
একটি স্বাধীন দেশের জন্ম হতো না।
হয়তো সেদিন ওই কথাগুলো না বললে,
লাল সবুজের পতাকা আজ উড়তো না।
হয়তো সেদিন ওই কথাগুলো না বললে,
আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্বিত হতে পারতাম না।
হয়তো সেদিন ওই কথাগুলো না বললে,
এই ভূখণ্ডে আমার ইচ্ছে মতো চলতে পারতাম না।
হয়তো সেদিন ওই কথাগুলো না বললে,
আমার ইচ্ছে মতো বলতে পারতাম না।
আজ আমি যা কিছু করছি,
সবই ওই বজ্র কন্ঠের কথাগুলোর
সদুত্তর।
যে কথা গুলো ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলছে
আত্মত্যাগের মহিমায় উদ্বেলিত করেছে
আকাশ বাতাস কাঁপিয়ে থরকম্পিত করেছে।
বারবার প্রতিধ্বনিত হয় এদেশের আনাচেকানাচে পথেপ্রান্তরে।
যে কথাগুলো বাণী হয়ে
আজও মানুষের কানে বাজে -
"প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্ত্তত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।জয় বাংলা।জয় বাংলা।"
হয়তো সেদিন ওই কথাগুলো না বললে,
আজও আমরা মুক্ত হতে পারতাম না।
আজও আমরা স্বাধীনতা কি তার স্বাদ আস্বাদন করতে পারতাম না।
মহান নেতার ওই কথাগুলো
ছড়িয়ে পরুক প্রতি জনে
গেঁথে থাকুক প্রতিটি প্রাণের অন্ত সত্তায়
হৃদয়ের স্পন্দনে জাগরূক থাকুক
সারাজীবন সারাক্ষণ।