না বলা কথাগুলো
জমাতে জমাতে
একদিন মনটা ভারি হয়ে গেল
তারপর কোন এক
গোধূলি বেলায় পাশে দাঁড়িয়ে
হাত বাড়িয়ে চোখে চোখ রেখে
অকপটে সব বলে দিলাম
আর তুমি সব স্বেচ্ছায় স্বীকারোক্তি
করে মেনে নিলে।
সেই তুমি!
আমার থেকে আমরা হলাম
সুখ দুঃখ ভাগাভাগি হতে থাকলো
নতুন একটা জীবন
নতুন পথচলার প্রেরণা নিয়ে
বয়ে চলল দুটি জীবন।
আহ্ কি আনন্দ!
স্বপ্নে স্বপ্নে ভালোবাসায় ডুবন্ত
জলপরী জীবন নিয়ে
অনেকটা দিন পার করলাম।
অবশেষে একদিন
আমাকে একা রেখে তুমি চললে
ভিন্ন পথে ভিন্ন গন্তব্যে
সেই থেকে আমি বড্ড একা
সেই তুমি পরালে
এক শক্ত অসহায়ত্বের বেড়ি।
সেই তুমি আমার থেকে
হলে অন্য কারোর।