জন্মানোর পর থেকে জীবন যখন শুরু হলো
তারপর- শেষ বলে কিছু নেই।
প্রতিদিন জীবনের সাথে কিছু না কিছু জড়িয়ে যাচ্ছে
ইচ্ছা-অনিচ্ছায়, চাওয়া-না চাওয়ায়।
মৃত্যু অবধি শুধু জড়িয়ে যাচ্ছে  
শেষকৃত্যের পরেও যেন হয়না শেষ।      
প্রজন্ম থাক আর নাই বা থাক
অস্তিত্ব আর আমার সত্তা
বেশ কিছু দিন থাকবেই
শেষ বলে কিছু নেই।
হয় মাটির সাথে
নাহয় আগুনের সাথে  
নাহয় জলের সাথে
মিশে যাবে আমার আমিত্ব সত্তা।
তারপরও থেকে যাবে দীর্ঘক্ষণ আমার কৃতকর্ম
শেষ বলে কিছু নেই।