ভাষা মানে আর কিছু না
শব্দের পদাবলী
একের সাথে নানা শব্দের
সৃষ্ট রচনাবলী।
আমরা শব্দে কথা বলি
শব্দে গান গাই
শব্দে নিজেকে প্রকাশ করি
শব্দে মাতি ও মাতাই।
শব্দ মোদের অন্তকরণ
শব্দ মোদের জীবন সাথী
কখনও হৃদয় কাছে টানে
কখনও দেয় ফাঁকি।
শব্দ মোদের সাত রাজার ধন
জীবনের সাথে চলে
শব্দ মোদের জীবন মরণ
শব্দ কথা বলে।
শব্দে করে বশ
এনে দেয় জীবনে যশ-অপযশ
ভালো কি মন্দ, খুশি কি অখুশি
শব্দে করি প্রকাশ।
শব্দ মোদের জীবন সাথী
শব্দ করে নাশ।
আমরা শব্দে কথা বলি
শব্দের সাথে চলি।
ভাষা মানে আর কিছু না
শব্দের পদাবলী।