সময় বোঝা বড়ো দায়  
আজকে যে সময় আছে কালকে আসবে কি
কতটা ভালো কতটা মন্দ বোঝে তা কেউ কি!
রাত পেরোলে দিন, দিন পেরোলে রাত
এরই মাঝে ঘটে কতো নানা অজুহাত।
সময় নিয়ে গদ্য কত ইতিহাস আর পদ্য যত,
সবই পড়ে রয়;
সময় তবু বহতা নদী সামনে কেবল ধায়।
সময় বোঝা, সময় জানা খুবই কঠিন কাজ
যে বুজেছেন সেই তো কেবল স্মরণীয় আজ।