তুমি সব ভুলে গেলে, যাও!
সেই স্পর্শ
সেই শিহরণ
সেই অনুভূতি
সেই অপেক্ষার সময়
তুমি সব ভুলে গেলে, যাও!
ওসব অতীত
সময়ের কালক্ষেপণ মাত্র।
তাও মেনে নিলাম,
কি চেয়েছিলাম, কি পেলাম,
কি দিয়েছিলাম!
একটু স্পর্শ নিতে ইচ্ছে করে
ঠোঁটের উষ্ণতা
বুকের শীতলতা
আবারও একটু ছুঁতে চাই
ছুঁয়ে দিলেই কি এমন ক্ষতি!
ভুলে গেলে সব কথা, স্মৃতি
হয়তো আজ অতীত
একদিন হবে মনের ইতিহাস।
সব ভুলে গেলে, যাও!
ফিরে এসে আবার
একটু স্পর্শ দিয়ে যাও।