আসলে সুখের সংজ্ঞা নিরূপণ করা
অনেক অনেক কঠিন
এই আপেক্ষিকতা নির্ভর করে
প্রতিটি ব্যক্তিসত্তার উপর।
কেউ সুন্দরে খুব ভালোবাসে
কেউ যোগ্যতা বা গুণে ভালোবাসে
কেউ ভালো আচরণে ভালোবাসে
কার যে কিসের উপর মুগ্ধতা
বোঝা বড়ো মুশকিল!
তবে ভালোবাসা, মুগ্ধতা, সুখানুভূতি
সবকিছু নির্ভর করে
সময় ও চাহিদার উপর।
কল্পনাপ্রসূত সুখ যখন বাস্তব রূপে আসে
তখন বেশি সময় সেই সুখ ভালো লাগে না।
সেই সুখটুকু ধরে রাখা অনেক কঠিন
আরও কিছু আরও নতুনত্ব
আরও সুখ চাওয়ার আগ্রহ জাগে।