পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদে বিদায় উপলক্ষে লেখা    


সেই হাঁটি হাঁটি পা পা করে
মায়ের শাড়ির আঁচল ধরে
এই বিদ্যাপীঠে একদিন এসেছিলে
দেখতে দেখতে ছটি বছর চলে গেল
আজ আর তোমাদের ধরে রাখতে
পারলাম না।
যে হাতটি ছয় বছর আগে ধরিয়ে দিয়েছিল বাবা-মা
আজ সেই হাতটি ছেড়ে দিতে হচ্ছে
তোমাদের মধ্যে কিছুটা সক্ষমতা
অর্জিত হয়েছে বলে।
তোমরা চলে যাচ্ছ বলে খুব খুব খারাপ লাগে
তবু তোমরা ভালো থেকো।
যেখানে যাও যেভাবে যাও
তোমরা ভালো থেকো।
তোমরা ভালো থেকো আমার প্রাণ,
তোমাদের মাঝে আমি কথা হয়ে বেঁচে থাকবো
তোমাদের চলায়, বলায়, শাসনে, আদরে
আমি বেঁচে থাকবো।
আশীর্বাদ করলাম-
তোমরা ভালো থেকো।