রাত যায় দিন আসে দিন যায় রাত আসে।
কেউ ফিরে দেখুক  আর নাই-বা দেখুক
দিনের পরে রাত রাতের পর দিন
এভাবেই সময়ের পরিক্রমায় সপ্তাহ, মাস,বছর, যুগ ও শতাব্দী হয়।
তার মধ্যে একটি দিনকে বিশেষ ভাবে সম্মানিত করে রাখতে শুধু  তারিখ তিথি ও বারকে যুক্ত করে দেই
আর এর সাথে যুক্ত হয় নীতি,ধর্ম, মানবতা, ভালোবাসা।
সকল কিছুর মধ্যে ভালোবাসা থাকলেও
এই ভালোবাসার মধ্যেই টানাপোড়েন অনেক বেশি।
কষ্ট আর অপেক্ষার ফলাফলের আরেক নাম ভালোবাসা।
দিনটি যেমনই হোক
কে বা কারা এটি পালন করেছিল
তা আমার জানার দরকার নেই
তবে আমি তিন কোটি পনের লক্ষ ছত্রিশ হাজার সেকেন্ড অপেক্ষা করতে থাকি এই দিনটির জন্য
দিনটি জীবনের জন্য খুবই তাৎপর্য পূর্ণ।
অতীত কে ভুলতে শেখায়,
ভবিষ্যতকে ভাবতে শেখায়,
আর কিছু সময়ের জন্য মনটা
অবুঝ শিশুর মতো প্রকৃতির সন্তান হয়ে যায়।
ভালোবাসা মানে কষ্টের আকুতি
আর্তচিৎকারের নীরব কান্না,  
ভালোবাসা মানে স্বপ্ন বুনন
দুঃখ কষ্টকে ভুলে থাকার এক প্রয়াস।
ভালোবাসা দিবস মানে -
এই দিনটাকে অন্য ভাবে দেখা
সম্মান আর স্মৃতিচারণে বেধে রাখা।