আমার ভালোবাসার মাঝে
সাতন্ত্র বোধ আছে কিনা আমি জানি না।
তবে মাঝে মাঝে মনে হয়
আমি ভালোবাসতে জানি না
ভালোবাসতে শিখিনি।
একটু একটু করে ভালোবাসা যখন জমা হয়ে
কাছে টানে তখন নিজেকে বড় সুখী মনে হয়
আবার ছোট ছোট কষ্ট যখন ঘিরে ধরে
তখন নিজেকে বড়ো অসহায় মনে হয়
কেমন জানি দুঃখী দুঃখী লাগে
আসলে জীবন টা হয়তো এরকমই।
সব কিছু শিখতে হয়
সব কিছু মেনে নিতে হয়
সব কিছু বুঝতে হয়
অনুভব করতে হয়
তবেই না ভালোবাসা ও জীবনের পূর্ণতা আসে।