ভালোই আছি


এখন আমি বেশ ভালোই আছি
এখন আমি মধ্য বয়সী
বয়সটা নেহাৎ চল্লিশ ছুঁই ছুঁই
এখন আমি ঢের পরিপূর্ণ
এখন আমি ভালোই আছি।
আমার মতো যারা আছেন
তারাও হয়তো এমনই আছেন।
এখন আর আমাকে খাইয়ে দিতে হয়না
আমিই বরং খাবার আনি
আমিই আবার খাবার বানাই
কারো মুখে খাবার তুলে দেই।
আমিই এখন ভালো রাখার
ভালো থাকার স্বপ্ন দেখাই।
এখন কিন্তু আমি নিজেকে নিয়ে
স্বপ্ন বুনন করি না।
আমি এখন পথ দেখাই
পথ চলতে হাত বাড়াই।
এখন আমি ভর দুপুরের ভরা যৌবনে ;
রোদেও পুড়তে পারি
মেঘের ছায়াও নিতে পারি
অঝোর বৃষ্টিতেও ভিজতে পারি।
এখন আমি মধ্য বয়সী
বেশ ভালোই আছি ।
এখন আমার হাঁটতে হাত ধরতে হয়না
লাঠিও লাগে না
এখন আমি স্বনির্ভর।
এখন আমি ভালোবাসারও কাঙাল নই
বরং সবাই আমার ভালোবাসা চায়
ভালোবার সাথে আরও কিছু প্রত্যাশা করে
এখন আমি সবার কাছে ভালো।
এখন আমার গায়ের জোর
এখন আমার মনের জোর
সবই আছে ঢের,
এখন আমি মধ্য বয়সী
ভালোই আছি বেশ।