সেদিন বটতলায়, নিদারুন অবেলায়,
তুমি বলেছিলে দিতে ডুব
শ্যাওলা আর কচুরিপানায় ঘেরা নীলাভ পুকুরে,
আহা! তোমার ভালোবাসা কি অদ্ভুতুরে।
সেদিন সন্ধায়, বর্ষার বারিধারায়,
তোমায় দেখেছি অপরূপ,
ভেজা চুল আর পলকে শাড়ির পাড়েতে ঢাকা নুপুরে,
আহা! তোমার ভালোবাসা কি অদ্ভুতুরে।
সেদিন জোৎস্নায়, হৃদয়ের আয়নায়,
দেখেছি তোমার সুখ, হেসেছিলে তুমি মোর কষ্টের দুপুরে,
আহা! তোমার ভালোবাসা কি অদ্ভুতুরে।
আজ সেই বটতলা আছে,
আছে সেই পুকুর।
আজ সেই জোৎস্না আছে,
আছে অবয়ব চিকুর।
বর্ষনমুখর সন্ধা আছে,
নেই শুধু সেই জলনুপুর।
আহা! তোমার ভালোবাসা হতো যদি কষ্টহীন দুপুর।।