স্বপ্নের বেলাভূমিতে পূর্নিমার আবহে,
ঝুম রাত্রিতে ঝিঝি পোকার গান আর কোটি তারার খেলা দেখতে দেখতে,
হঠাৎ সিক্ত কোলজুড়ে উষ্ণ অনুভুতি,
শিহরিত হৃদয়ে স্নিগ্ধ প্রফুল্লতা,
চুলের ফুলেল সুরভে মাতালপ্রায় অবস্থা।
যেন হাসনাহেনা, বেলী, জুঁই, টগরের মিশ্রিত সুরভ।
অদূরে ঝোপের আড়ালে, গাছের ফোকরে
তিমির কোকনদে ছমছমে আবহে,
যেন বীরত্বপূর্ন দুটি হৃদয়ের নীরব কথন।
যেন তুচ্ছ পার্থিব ভীতি-ভ্রান্তি।
তন্দ্রাহীন চোখজোড়া যেন কোন এক নির্মল প্রেমের যাদুতে জ্বলজ্বল করছে।
কোন সাড়া নেই-
চোখে চোখে যেন হাজার বছরের জমানো কথন।
চিল, শকুন, কেউটে
ক্লান্ত পথিক, নদীর কলতান
যেন এক অজানা মোহে মলিন হয়ে ফিরে যায়।
কোথাও কোন সাড়া নেই,
স্মৃতির ক্যানভাস কিংবা ফ্রেমে বাধাই ফটোগ্রাফের দিকে তাকিয়ে প্রশ্ন করি,
কোন প্রত্যুত্তোর নেই।
যেন ভাবনা, প্রশ্ন, উত্তর সবই নিছক
যেন জগতের প্রেম, মায়া, মোহ সবই নিছক।
পৃথিবী, জীবন, মানব, মহানুভবতা
কোথাও কোন সাড়া নেই।।
কোন সাড়া নেই।।