ধু-ধু বালুচর, অচেনা দিগন্ত
সীমাহীন কান্না,
নিস্পৃহ-সীমান্ত।
হঠাৎ ভূতুরে সন্ধ্যে,
অপার্থিব গন্ধে
সচকিত মন, নিথর
দেহ।
আমি কোথায়?
আমাকে বাঁচাও কেহ।
অগভীর সমুদ্র, অচল
ভেলা
মৃত্যুর ভয়, দুঃসময়ের
কালবেলা।
আকস্মিক ঢেউ,
অদৃশ্য কেউ
বিষাক্ত তীর
শিধিলো বুকে।
আমি পাপিষ্ট,
ওরা পাপের গন্ধ শুঁকে।
সুখের সময়ে কিংবা
দুঃসময়ে,
আমি কাটিয়াছি বেলা,
করিয়াছি হেলা।
হে প্রভু আমায়, দাওগো
সময়,
আর করিবনা অপচয়
থাকিতে সময়
নিদ্রা-আয়েসে
করিবনা অবহেলা।।